বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন অনেক পটভূমির নতুন মোড় নিয়েছিল। রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে অংশগ্রহণ বেশি হলেও নিরাপদ সড়ক আন্দোলনও শুরু হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে। ১৯৯৩ সালের ১৫ নভেম্বর থেকেই নিরাপদ সড়ক আন্দোলনের সূচনা করেছে শিক্ষার্থীরা।
মেডিকেল ছাত্রী নিহতের ঘটনায় আন্দোলনের সূত্রপাত
২৮ বছর আগে ১৯৯৩ সালের ১৫ নভেম্বর ঢাকা মেডিকেলে সামনে স্যার সলিমুল্লাহ মুসলিম মেডিকেলের ছাত্রী রুমানা পারভীন (২০) নিহত হয়। তিনি রিক্সাযোগে চলার সময় ঢাকা মেডিকেলের সামনে ট্রাক ধাক্কা দেয়। এসময় তিনি পড়ে গেলে ট্রাক তাকে পিষ্ঠ করে চলে যায়। তিনি সাথে সাথে মারা যান।
মাথা পিষ্ট করে ট্রাক চলে যায়। ছবিসূত্র : দৈনিক ইনকিলাব
সাথে সাথেই শুরু হয় আন্দোলন
রুমানা পারভীন নিহত হবার সাথে সাথেই বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ করে। এসময় প্রায় ১০ টি ভারী যানবাহন ভাংচুর করে তারা। এসময় তারা ঘাতক চালকের দ্রুত বিচার দাবি করে। এরই প্রেক্ষিতে ফুলবাড়িয়া থেকে মোহাম্মাদ শাহজাহান মিয়াকে ট্রাকসহ আটক করা হয়। এ বিষয়ে রমনা থানায় একটি মামলা করা হয়।
ছবিসূত্র : আজকের কাগজ
বেশ কয়েকদিন চলে বিক্ষোভ
রুমানা পারভীন নিহত হবার পরদিন রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচী চালায় শিক্ষার্থীরা। এতে শুধু মেডিকেল কলেজের শিক্ষার্থী নয় বরং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।
ছবিসূত্র : দৈনিক ইনকিলাব