ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার, ১৮ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনী প্রস্তুতি ও রোডম্যাপ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু দেখছে না ইসি। নির্বাচনী রোডম্যাপ সমন্বয়ের কাজ চলছে। ড্রাফট রেডি। এই সপ্তাহেই কমিশন বৈঠকে তুলে ঘোষণা হবে।’
গতবারের মতো এবারও প্রতি ৩ হাজার জনের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে বলে জানান তিনি। আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না৷ তবে যৌক্তিক বিবেচনায় বাড়বে। প্রতি ৩ হাজার জনের জন্য একটি কেন্দ্র। তবে ভোটার উপস্থিতি কম হবে বিবেচনায় কেন্দ্র সমন্বয় হবে। প্রতি ৫০০ জনের জন্য একটি বুথ। এটা ৬০০ করা হবে।’
তরুণদের জন্য আলাদা বুথের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
ইসি সচিব জানান, রাজনৈতিক দল নিবন্ধনে প্রাথমিকভাবে বাছাই হওয়া ২২টি দলের বিষয়ে মাঠপর্যায়ে তদন্ত করতে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে কমিশন।
গত ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দেওয়ার কথা জানান। এরপর নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। গত সপ্তাহে ইসি সচিব জানিয়েছিলেন, এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।
বিএনপি নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আর জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে তারা নির্বাচনে আসবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে। আর জাতীয় পার্টি বলছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অন্যদিকে, এনসিপি বলছে, গণঅভ্যুত্থান আর জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হলেই কেবল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। গত ১২ আগস্ট রাজধানীতে এক অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে, তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে।’
অবশ্য অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এরই মধ্যে স্পষ্ট করেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।