ছবি: সংগৃহীত
এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবে ২১ হাজার ৯৯৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
গত শনিবার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।
আবাসিক আইন লঙ্ঘনের দায়ে ১৩ হাজার ৪৩৪ প্রবাসী গ্রেপ্তার হন। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত পার হওয়ার প্রচেষ্টার অভিযোগে চার হাজার ৬৯৭ ও শ্রম-আইন লঙ্ঘনের জেরে আরও তিন হাজার ৮৬৬ জনকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদন মতে, অবৈধ ভাবে সৌদিতে প্রবেশের সময় গ্রেপ্তার হন এক হাজার ৭৬৭ জন মানুষ।
তাদের মধ্যে ৬৪ শতাংশই ইথিওপিয়ার নাগরিক। পাশাপাশি ৩৫ শতাংশ ইয়েমেনি ও এক শতাংশ অন্যান্য দেশের নাগরিকও আছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে।
সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার সময় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রক্রিয়ায় পরিবহন ও অন্যান্য সহায়তা দেওয়ার দায়ে অপর ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবৈধ অনুপ্রবেশে যেকোনো ধরনের সহায়তা (পরিবহন বা আশ্রয়) দিলে অপরাধীকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।
পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ১০ লাখ সৌদি রিয়েল জরিমানা (দুই লাখ ৬৭ হাজার ডলার) এবং পরিবহন-সহায় সম্পত্তি জব্দের মতো পদক্ষেপও নেওয়া হতে পারে।