ডিসেম্বর ১৯, ২০২১, ০৫:০৯ পিএম
ইসলাম বিষয়ক বক্তা মিজানুর রহমান আজহারীকে নটিফিকেশনে পাঠিয়ে ‘বিপজ্জনক’ তালিকায় অন্তর্ভূক্ত করে আবার সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তাকে ‘উগ্র’ ও ‘বিপজ্জনক’ উল্লেখ করে নোটিফিকেশন পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে পরের দিন শনিবার (১৯ ডিসেম্বর) সেই নোটিফিকেশন প্রত্যাহার করে নেয় তারা।
মিজানুর রহমান আজহারী এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফেসবুক নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। ওই সময়ে তিনি ভক্তদের কাছে সমাধান চেয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। ফেসবুক পলিসি পরিবর্তন করার কারণে বিড়ম্বনায় পড়েছিলেন বলে জানা যায়।
ওই সময়ে তিনি জানিয়েছিলেন, তার পেজের রিচ একেবারেই কমে গেছে। বিভিন্ন জায়গা থেকে তার ভক্তরা তার স্ট্যাটাস পাচ্ছেন না বলে অভিযোগ আসছিলো। এমনকি সি-ফার্স্ট করে রাখার পরেও তার স্ট্যাটাস পৌঁছাচ্ছিলো না ভক্তদের কাছে। সেজন্য মিজানুর রহমান আজহারী এর সমাধান চেয়ে কীভাবে রিচ আগের অবস্থায় ফিরবে জানতে চেয়েছিলেন শুভাকাঙ্খীদের কাছে।
আজহারী নামে পরিচিত হয়ে উঠা মিজানুর রহমান দেশে মাদ্রাসায় পড়াশোনা শেষ করে মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা নেন। পরবর্তীতে তিনি নামের সঙ্গে আজহারী যুক্ত করেন। এই নামেই তিনি এখন পরিচিত।
ভিন্নধর্মী উপস্থাপনার কারণে দেশে ওয়াজ মাহফিলে জনপ্রিয়তা পেলেও মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে বক্তব্য দিয়ে মিজানুর রহমান আজহারী প্রচণ্ড সমালোচিত হন।
২০২০ সালের মার্চে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর একে আল্লাহর সৈনিক আখ্যা দিয়ে মিজানুর রহমান বলেন, “ইসলামী অনুশাসন মানলে এই ভাইরাস কিছু করতে পারবে না।” যদিও করোনায় আক্রান্ত হয়ে তিনি মালয়েশিয়ায় কোয়ারেন্টিনে ছিলেন।
বিভিন্ন সময়ে ধর্মীয় বিষয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য দিয়ে একাংশের রোষেও পড়েছেন তিনি। আর এ জন্য পরে ফেসবুকে এসে দুঃখ প্রকাশ করেছেন। ২০২০ সালের শুরুতে তিনি মালয়েশিয়ায় চলে যান। সেখান থেকেই তিনি এখনও সামাজিক মাধ্যমে তার বক্তব্য প্রচার করছেন।