বরিশালকে হারাল রংপুর

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২, ২০২৫, ১১:০৪ পিএম

বরিশালকে হারাল রংপুর

রংপুরের হেলস ও সাইফ ভাল ব্যাট করেন। ছবি: রংপুর মিডিয়া

বিপিএলে তামিম ইকবালের ফরচুন বরিশালকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। রংপুরের টানা দ্বিতীয় জয় এটি। আর বরিশাল প্রথম ম্যাচটি জিতলেও এখানে হেরেছে।

বরিশাল আগে ব্যাট করে ১২৪ রানে গুটিয়ে যায়। তামিম ২৮ ও নবি ২১ রান করেন। জবাবে ১৫ ওভারে জয় নিশ্চিত করে রংপুর। 

হেল ৪৯ ও সাইফ ৬২ রান করেন। 

Link copied!