তাসকিন একাই নিলেন ৭ উইকেট

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২, ২০২৫, ০৯:১৬ পিএম

তাসকিন একাই নিলেন ৭ উইকেট

রাজশাহীর হয়ে খেলতে নেমে চমক দেখালেন তাসকিন। ছবি : দুর্বার রাজশাহী

শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে আজ বিপিএলের ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। রাজশাহীর তাসকিন আহমেদ একাই ৭ উইকেট নেন। 

ঢাকা আগে ব্যাট করে ১৭৪ রান করে। তাসকিন ১৯ রানে নেন ৭ উইকেট। লিটন দাসের খারাপ সময় যাচ্ছে। রানই করতে পারেননি। স্টিফেন ৪৬ ও দিপু ৫০ করেছেন।

জবাবে রাজশাহী ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে (১৭৯/৩)। বিজয় ৪৬ বলে ৭৩ রান করেন। বার্লের ব্যাট থেকে এসেছে ৫৫ রান।

ম্যাচসেরা হন তাসকিন।   

 

Link copied!