টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি ও ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
বৃহস্পতিবার, ২ জানুয়ারি দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন (প্রতিরোধ) এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, মুন্নি সাহা ও তার স্বামী এম এস প্রমোশনালের স্বত্বাধিকারী কবির হোসেন তাপসের বিরুদ্ধে নিজের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন, বর্তমান স্তিতি ১৪ কোটি টাকা ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিবর্তনের পর মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়, এবং বর্তমানে সেখানে মাত্র ১৪ কোটি টাকা রয়েছে। ১৭টি ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ)-এর অনুসন্ধানে পাওয়া গেছে যে, ২০১৭ সালের ২ মে মুন্নী সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন এমএস প্রমোশনের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, যেখানে তিনি নমিনির ভূমিকায় ছিলেন। আরেকটি প্রতিষ্ঠান, প্রাইম ট্রেডার্স, চট্টগ্রামের একটি শাখায় ৫১ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেয় এবং সেই ঋণের সুদ মওকুফ করা হয়।
তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায়িক সম্পর্ক না থাকার পরও তাদের মধ্যে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হওয়া সন্দেহজনক। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর, এমএস প্রমোশনের হিসাব থেকে প্রাইম ট্রেডার্সের হিসাবেও ৫৬ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তরিত হয়, যা অর্থ পাচারের সন্দেহ সৃষ্টি করেছে।
এছাড়া মুন্নী সাহার গুলশান-তেজগাঁও লিংক রোডের শান্তিনিকেতন এলাকায় ১৬৫ ও ১৬৭ নম্বর দুটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান পাওয়া গেছে।