জসওয়ালকে অসৎ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ১১:২৩ এএম

জসওয়ালকে অসৎ বললেন সাবেক ভারতীয় ক্রিকেটার

স্নিকো মিটারে দেখা গেছে বল ব্যাটে লাগেনি। তবে জয়সওয়ালের গ্লাভসে লেগেছে এমন মনে হয়েছে। ছবি : এক্স

মেলবোর্ন টেস্ট হয়েছে। অস্ট্রেলিয়া জিতেও গেছে। কিন্তু জসওয়ালের আউট নিয়ে আলোচনা থামছে না। এখানে বাংলাদেশের থার্ড আম্পায়ার সৈকতও ছিলেন। তিনি সাহসী সিদ্ধান্ত নেন। 

ভারতের সাবেক উইকেটরক্ষক সুরিন্দর খান্না মনে করেন জসওয়াল জানতেন বল টাচ করেছে ব্যাটে বা গ্লাভসে। তবুও সে ফিল্ড আম্পায়ারের সাথে তর্ক করেছে।

প্যাট কামিন্সের লেগ সাইডে বল হুক করতে যান জসওয়াল। বল গ্লাভস ও ব্যাট স্পর্শ করে। কিন্তু স্নিকো মিটার কোনো সিগন্যাল দেয়নি। পুরো ক্রিকেট বিশ্ব প্রযুক্তির এমন ভুল দেখে অবাক।

তৃতীয় আম্পায়ার ছিলেন বাংলাদেশের সৈকত। তিনি আউট দিয়ে দেন। ভারতের উইকেটরক্ষক সুরিন্দর বলেন,‘ এরা তো মিথ্যাবাদী । আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বলা কানায় লেগেছে কি না সেটি আপনি না বুঝে পারেন কীভাবে?‍‍`

Link copied!