কাবরেরা কি থাকবেন

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১, ২০২৫, ১০:৫৮ পিএম

কাবরেরা কি থাকবেন

হাভিয়ের কাবরেরা। ছবি : এক্স

হাভিয়ের কাবরেরার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। কিন্তু বাংলাদেশ আরও কোচ খুঁজছে। তবে ভাল অপশন না থাকলে কাবরেরা থেকে যাবেন।

১৩ হাজার ডলারের বেতনে চাকরি করেন কাবরেরা। তার অধীনে জাতীয় দল ভালই করছে। তবে পরিবর্তন সবাই চাইছে। অনেকে আরও কম বেতনের কোচ চান। 

সামনে একটি জাতীয় দল গঠন কমিটির মিটিং রয়েছে। সেখানে কাবরেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে। 

Link copied!