স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৫, ০৮:৫৯ পিএম
শতরানের পর চিটাগং কিংসের উসমান খান। ছবি : কিংস মিডিয়া
দুর্বার রাজশাহী উড়ে গেল এবার চিটাগং কিংসের উসমান খান ঝড়ে। ৬২ বলে ১২৩ রান করেন তিনি। আর কিংসের স্কোর ছিল ২১৯।
রাজশাহী জবাবে ১১৪ রানে গুটিয়ে গেছে। ম্যাচসেরা হয়েছেন উসমান। রাজশাহী ৩ ম্যাচের মধ্যে ২টিতে হেরেছে। অন্যদিকে চিটাগংয়ের একটিতে হার ও জয়।