কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা। রাউন্ড অফ ৩২ এর ম্যাচে তারা হারিয়েছে অচেনা বারবাসস্ট্রোকে। ৪-০ গোলের সহজ জয় এসেছে কাতালানদের।
এই ম্যাচে রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেছেন। অপর দুটি গোল তোরে ও গার্সিয়ার। ম্যাচে বার্সা আরও গোল পেতে পারতো। তবে মাঠের পরিস্থিতি ভাল না থাকায় খেলায় সমস্যা হয়েছে।
বার্সেলোনা পরের ম্যাচে সুপার কোপার সেমিফাইনাল খেলবে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে।