ক্রিকেট বোর্ডে ফারুক ও ফাহিমের দ্বন্দ্ব

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৫, ০৮:১১ পিএম

ক্রিকেট বোর্ডে ফারুক ও ফাহিমের দ্বন্দ্ব

সিলেট স্টেডিয়াম পরিদর্শনে যান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ছবি : বিসিবি

নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক ও বিপিএল গর্ভনিংয়ে কাজ করেন। তিনি দাবি করেছেন ক্রিকেট বোর্ডে অনেকের সামনে মৌখিকভাবে প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার সঙ্গে অশোভন আচরণ করেছেন।

নাজমুল আবেদিন ফাহিম দীর্ঘদিন ক্রিকেটের সাথে কাজ করেন। তিনি দাবি করেছেন,‘ বিসিবি সভাপতির কাছে একাধিকবার কাজের স্বাধীনতা না পাওয়ার কারণে তার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। স্ট্যান্ডিং কমিটি না হওয়ায় দায়িত্ব সঠিকভাবে বণ্টন হচ্ছে না এবং একসাথে কাজ করার পরিবেশ নেই। আমার অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থেকেও আমি ভালো ভূমিকা রাখতে পারব। বোর্ডে থাকতে হলে আমাকে কাজ করতে দিতে হবে। যদি কাজ না করতে পারি, তাহলে বাইরে থাকাই ভালো। ’

এদিকে ফারুক আহমেদ বলেন,‘ নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরনো। যখন কাজের মাত্রা বেশি লোক সংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ঐ জিনিস থেকেই উনি হয়ত চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।’

Link copied!