মোসাদ্দেককে নিল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৫, ০১:৩০ পিএম

মোসাদ্দেককে নিল ঢাকা ক্যাপিটালস

ঢাকা ক্যাপিটালস আজ ঘোষণা দিয়েছে। ছবি : ঢাকা ক্যাপিটালস

মোসাদ্দেক হোসেন সৈকতকে ঢাকা ক্যাপিটালস চুক্তিবদ্ধ করেছে। আজ মিডিয়া রিলিজে এমন তথ্য জানায় ঢাকা। মোসাদ্দেক প্রথম দফায় বিপিএলে দল পেতে ব্যর্থ হন।

আসিফ হাসানের বদলে মোসাদ্দেককে নেয়া হয়েছে। এই অলরাউন্ডারকে অভিজ্ঞতার জন্য দলে নেওয়া হয়েছে। মোসাদ্দেক লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন। মারকুটে এই ব্যাটসম্যান আবার স্পিন বলে দলের শক্তি।

সিলেট পর্ব থেকেই মোসাদ্দেক খেলতে পারেন। 

Link copied!