বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস জয় পেয়েছে। তবে একই দিনে ড্র করেছে শুক্রবার আবাহনী। রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দশজনের পুলিশকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কিংস।
জোড়া গোল করে ব্রাজিলিয়ান ফার্নান্দেজ। একবার করে জালের দেখা পান মজিবর রহমান জনি, রাকিব হোসেন ও মিগেল ফিগেইরা। দুই ম্যাচ পর লিগে জয়ের দেখা পেলো কিংস। তবে পুলিশের প্যারাগুয়ের ডিফেন্ডার আলেক্সান্ডার মরেনো ৮৫ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের দলে পরিণত হয় পুলিশ।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। টানা তিন ম্যাচ হারা পুলিশের পয়েন্ট ছয়।