রিয়েল এস্টেটের ব্যবসায় নাম লেখালেন লিওনেল মেসি। অবশ্য যুক্তরাষ্ট্রে নয়। স্পেনে তিনি এই ব্যবসা করবেন। প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো।
মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকেন। ইন্টার মিয়ামিতে খেলার পাশাপাশি তিনি পরিবারকে সময় দেন। তার লক্ষ্য ডেভিড বেকহ্যামের সাথে থাকার পাশাপাশি ব্যবসায় নাম লেখানো।
মেসির প্রতিষ্ঠানের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি।