দেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন হাসপাতালে ঘন্টায় ঘন্টায় আসছে ডেঙ্গুরোগী। ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবায় রাজধানীর বিভিন্ন হাসপাতাল হিমশিম খাচ্ছে।
চলতি বছরের জুলাই মাসে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে। গত জুলাইতে সারাদেশে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৯৯ শতাংশই রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের গত ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত দেয়া তথ্য বিশ্লেষণে জানা গেছে এসব।
অধিদপ্তর সূত্রের হিসেবে গত ৭ দিনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় গত ২৫ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ জুলাই ১২৩ জন, ২৭ জুলাই ১৪৩ জন, ২৮ জুলাই ১৫৩ জন, ২৯ জুলাই ১৯৪ জন, ৩০ জুলাই ১৭০ জন ও ৩১ জুলাই ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। এই হিসেবে দেখা যায়, গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। শনাক্ত অন্য ৩১ জন রাজধানীর বাইরে বিভিন্ন জেলার অধিবাসী বলে জানা গেছে।
জুলাইয়ের শেষ ৭দিনে ১,০৮৪ জন ডেঙ্গু রোগী
অধিদপ্তর সূত্রে গত ৭ দিনের হিসেবে দেখা যায় গত ২৫ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৬ জুলাই ১২৩ জন, ২৭ জুলাই ১৪৩ জন, ২৮ জুলাই ১৫৩ জন, ২৯ জুলাই ১৯৪ জন, ৩০ জুলাই ১৭০ জন ও ৩১ জুলাই ১৯৬ জন আক্রান্ত হয়েছেন। এই হিসেবে দেখা যায়, গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন। শনাক্ত অন্য ৩১ জন রাজধানীর বাইরে বিভিন্ন জেলার অধিবাসী বলে জানা গেছে।
জানুয়ারি-জুলাই পর্যন্ত ২,৬৫৮ জন শনাক্ত
চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু রোগী ছিল মাত্র ৩২ জন। গত জানুয়ারি মাসে প্রথম দিন থেকে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র জুলাই মাসে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে পাওয়া চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছর এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে জুলাই মাসে সবচেয়ে বেশি ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে মতে, জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন এবং জুনে ২৭২ জন ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৭৭৭ জন রোগী। এর মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছেন ৭৪৭ জন এবং বাকি ৩০ জন রাজধানীর বাইরে অন্য সকল বিভাগে।
গত সাত মাসে দেশে ২ হাজার ৬৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৮৭৭ জন ছাড়া পেয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে ৪ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
ডেঙ্গু রোগীদের জন্য আলাদা হাসপাতাল
করোনাভাইরাস সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এই রোগে আক্রান্তদের চিকিৎসায় আলাদা হাসপাতাল নির্ধারণ করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রবিবার (২৫ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত এক হাজার শয্যার ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। যাদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে এসে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু রোগীদের জন্য সুনির্দিষ্ট হাসপাতাল ব্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছি।’