আগস্ট ২০, ২০২৫, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি। এবার ডাকসু নির্বাচনে তিনি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল।
অন্য তিনটি প্যানেল হলো- বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, তিন বাম ছাত্রসংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ ও ইসলামী ছাত্র আন্দোলন।
বুধবার, ২০ আগস্ট দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন নিজেদের প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেল ঘোষণার সময় তিনি বলেন, এ পদে তন্বির সম্মানে তাদের সংগঠনের কাউকে রাখা হয়নি। একইসঙ্গে তাকে ছাত্রদলের পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন করছি।
গত সোমবার এক ফেসবুক পোস্টে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে তাদের প্যানেলে এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে ঘোষণা দেন। তিনি পোস্টে লেখেন, ‘তন্বি আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তন্বি আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে ‘গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক’ পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’
তবে এখনও ঘোষণা না দিলেও এই পদটি তন্বির জন্য ছেড়ে দেবে ‘প্রতিরোধ পর্ষদ’। প্যানেল সূত্রে জানা যায়, প্রতিরোধ পর্ষদের প্যানেলে সদস্য পদে একজন প্রার্থী কম মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেলটি গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদটি ছেড়ে দেবে। এই পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তাকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হবে।
অন্যদিকে, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল থেকেও এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন জামালুদ্দীন খালিদ।
এছাড়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) এবং বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলের সমন্বয়ে গঠিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলেও এই পদে কাউকে রাখা হয়নি।
বুধবার দুপুরে মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণায় এই তথ্য জানান ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা। তিনি জানান, গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বিকে সমর্থন জানিয়ে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি প্যানেলটি।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে তন্বিকে শুভকামনা জানিয়েছেন। তবে তার স্বতন্ত্র প্যানেলে এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে কি-না, তা এখনও জানা যায়নি।
তবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র সাজ্জাদ হোসাইন খান এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলে সিয়াম ফেরদৌস ইমন এই পদে নির্বাচন করবেন। বাকি সংগঠনগুলো প্যানেল ঘোষণা দিলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
গত মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দেন তন্বি। তবে তিনি কোনো প্যানেলে যোগ না দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। তিনি বলেন, ডাকসুর অন্য কোনো পোস্টে নির্বাচন না করে এই পদে নির্বাচন করার উদ্দেশ্য হচ্ছে- গবেষণাকর্মে আমার অভিজ্ঞতা, কাজ ও ভবিষ্যতে এই ক্ষেত্রে নিজের আগ্রহ।
তন্বি বলেন, গবেষণায় শিক্ষার্থীদের জন্য ফান্ডিং নিশ্চিত করা, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য বিভিন্ন জার্নালের অ্যাক্সেস দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের বাইরে কর্পোরেট, অ্যালামনাই বা এনজিওর সঙ্গে সমন্বয় করে গবেষণা ফান্ডিং আনা, ভালো মানের গবেষণার ক্ষেত্রে স্বীকৃতির ব্যবস্থা করা ও সভা-সেমিনারের মাধ্যমে তাদের উৎসাহ দিয়ে গবেষণাকে শিক্ষার্থীদের কাছে আগ্রহের জায়গা হিসেবে তৈরির সর্বোচ্চ চেষ্টা করব। সার্বিকভাবে গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো শুরু করা এবং সে অনুযায়ী কাজ করাই আমার লক্ষ্য।