‘নিজেদের দুর্নীতি ঢাকতেই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে’

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১০:৩৯ পিএম

‘নিজেদের দুর্নীতি ঢাকতেই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে’

আওয়ামী লীগ নেতাদের অত্যাচার, দুর্নীতি ঢাকতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগকে ‘বিভেদ ও বিরোধ সৃষ্টির কারখানা’ বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তবাদী মৎস্যজীবী দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) নেতাদের দুর্নীতির বিরুদ্ধে যাথে কেউ কথা বলতে না পারে তার জন্য বেগম খালেদা জিয়া বন্দি এবং বিএনপি'র নেতাকর্মীদের নামে লাখ লাখ মামলা দায়ের করা হয়েছে। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। তাদের ইলেকশন করতে হয় না; জনগণের কাছে যেতে হয় না।’

আওয়ামী লীগকে ‘বিভেদ ও বিরোধ সৃষ্টির কারখানা’ আখ্যা দিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, ‘সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকার। কিন্তু এই দানব যে তাদেরই ঘাড় মটকে দেবে এইটা এখনো টের পাচ্ছেন না।’

আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘আগে তো কোন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনি নাই। আপনাদের আমলে তা শুনছি। কেন আপনাদের আমলে নিজেদেরকে সেকুলার দাবি করেন?আর আপনাদের সময়ে এই সাম্প্রদায়িক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে দেশে রক্তপাত সৃষ্টি করেছেন।’

আওয়ামী লীগ জনগণের রক্ত শুষে নিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায় মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘ এটাই তাদের অভিপ্রায়। এটাই হচ্ছে তাদের রাজনীতির কর্মসূচি। এই কর্মসূচি নিয়ে গণতন্ত্রকে হত্যা করে মানুষের ভোটের অধিকার হত্যা করে ডাকাতের মতো করে ক্ষমতায় বসে আছে ১৪ বছর ধরে।মিথ্যা দিয়ে টিকে থাকাই তাদের মূল লক্ষ্য সেটাই তারা চেষ্টা করছে।’

আয়োজক সংগঠনের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, উলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নাদিম চৌধুরী, সেলিম মিয়া, জাকির হোসেন খান।

Link copied!