গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্ররাজনীতির নতুন দিনের পথযাত্রায় শিক্ষার্থীদের আকাঙ্খা সম্পর্কে জানতে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গিয়ে শিক্ষার্থীদের আলোচনা শুনছে ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শক্রমে বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এই কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আগামীদিনে সাধারণ শিক্ষার্থীরা কেমন ছাত্ররাজনীতি দেখতে চান এবং এসম্পর্কে শিক্ষার্থীদের সামগ্রিক প্রত্যাশা জানতে চাইছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
শিক্ষার্থীরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি তারা বন্ধ চান না। কিন্তু বিগত দিনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, হলে সিট দখল, গেস্টরুমে, ইভটিজিং, শিক্ষার্থীদের জোরজবরদস্তি করে কর্মসূচিতে নেয়া, পেশীশক্তিনির্ভর ছাত্ররাজনীতি ক্যাম্পাসে আর দেখতে চান না বলে জানান শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নতুন দিনের বাংলাদেশের ছাত্ররাজনীতি হবে মেধাভিত্তিক, শিক্ষার্থীবান্ধব, সময়ের চাহিদা অনুধাবনে সক্ষম, আগামীতে জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র।
মতবিনিময়ের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বরিশাল মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান চট্টগ্রামে উত্তর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন।
এই মতবিনিময়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রত্যাশা সম্পর্কে জানা এবং নতুন দিনের ছাত্ররাজনীতির শিক্ষার্থীবান্ধব কাঠামো নির্মাণে সহায়ক হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে।