হবিগঞ্জ-১

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৪১ পিএম

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ বুধবার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশটি ড. রেজা কিবরিয়ার নিকট পাঠানো হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনি বিচারক কমিটির চেয়ারম্যান তাকে নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।

নোটিশে বলা হয়েছে, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী ও সমর্থকসহ উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালান ড. রেজা কিবরিয়া। প্রচারণার ছবি ও দলিলাদিসহ জিতু মিয়া সেন্টু নামের এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ করেন।

এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামের এক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটিতে লিখিত অভিযোগ দেন।

নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে উল্লিখিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কেন নির্বাচন কমিশন বরাবর প্রেরণ করা হবে না, তা ব্যাখ্যা করতে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিতভাবে উত্তর দিতে হবে।

Link copied!