ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, ৯ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:১৪ এএম

ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, ৯ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত

ছবি: সংগৃহীত

ঢাকায় চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের তিনটি বিভাগের ৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সকালে আগারগাঁওয়ের আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা এখনও পুরোপুরি কাটেনি।

এর আগে বৃহস্পতিবার দেশের ২৫টি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও পরে সাত জেলায় মৃদু শৈত্যপ্রবাহের তথ্য দেয় আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহের বিস্তার ধীরে ধীরে কমলেও আগামী ১০ জানুয়ারি পর্যন্ত শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, জানুয়ারি সাধারণত বছরের সবচেয়ে শীতল মাস হলেও চলতি মৌসুমে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে তাপমাত্রা নেমে আসে ৭ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি চুয়াডাঙ্গা ও যশোর জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

তবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা কিছুটা কমতে শুরু করেছে। শুক্রবার দুপুরের পর কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Link copied!