ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে। চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাইডার্স মাত্র ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই শক্তিশালী পারফরম্যান্স দেখান ওপেনার লিটন দাস ও ডেভিড মালান, যারা ৯১ রানের ওপেনিং জুটি গড়ে দলকে জয়রাস্তায় নিয়ে যান। লিটন ৩১ বলে ৪৭ রান করেন (৪ চার, ২ ছক্কা), আর মালান ৪৮ বলে ৫১ রান যোগ করে ম্যাচ জয়ের দু’দূরত্বে পৌঁছে আউট হন (৫ চার, ২ ছক্কা)। মাঝারি ওভারে দলীয় দুটি উইকেট হারার পরও তাদের ব্যাটিং রাইডার্সকে সুবিধাজনক অবস্থানে রাখে।
চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমে টস হারায় এবং প্রথম ওভারের মধ্যে উইকেট হারায়। নাহিদ রানার বলে অ্যাডাম রসিংটন (১) সাজঘরে ফেরেন। এরপর নাঈম শেখ ও মির্জা বেগ ৪৪ রানের জুটি গড়ে দলকে সামলানোর চেষ্টা করেন। নাঈম ২০ বলে ৩৯ রান করেন। তবে দ্রুতই চট্টগ্রামের ব্যাটিং ভাঙতে শুরু করে। ৫১ রানে চার উইকেট, ৭৬ রানে সপ্তম উইকেট, ৯৯ রানে নয় উইকেট হারানো চট্টগ্রাম শেষ পর্যন্ত ১০২ রানে অলআউট হয়।
বল হাতে রংপুরের দাপটও চোখে পড়ে। মুস্তাফিজুর রহমান দুটি উইকেট নেন। তবে ম্যাচের সেরা পারফরম্যান্স আসে পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফের কাছ থেকে। মাত্র ১৭ রান খরচে তিনি ৫ উইকেট নেন এবং ম্যাচ সেরার খেতাব পান।
রংপুরের এই জয়ে টুর্নামেন্ট শুরুতেই শক্তিশালী প্রভাব দেখিয়েছে।