ঢাকার ২০ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ১১:২৭ এএম

ঢাকার ২০ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনে দাখিল হওয়া ২৩৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আজ জানা যাবে। প্রার্থীদের যোগ্যতা, অযোগ্যতা এবং হলফনামায় প্রদত্ত তথ্য পর্যালোচনা করে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বৈধ কিংবা বাতিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রোববারের মধ্য দিয়ে সারা দেশের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে আজ ঢাকা জেলার আসনগুলোর মনোনয়ন যাচাইয়ের সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র বাছাই কার্যক্রম রাজধানীর দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর ১৩টি আসনের জন্য দাখিল করা মনোনয়নপত্র যাচাই করা হবে সেগুনবাগিচায় অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। অপরদিকে বাকি আসনগুলোর যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

নিয়ম অনুযায়ী, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হবে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Link copied!