যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত মাদুরো

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৭:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো | ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তিনি মাদক পাচার ও তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তার সরকারের ওপর ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মধ্যেই বৃহস্পতিবার তিনি এই প্রস্তাব দেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসতে তিনি প্রস্তুত এবং তা হতে পারে যেকোনও স্থানে ও যেকোনও সময়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি জাহাজ নোঙরের স্থানে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই ড্রোন হামলা সিআইএ পরিচালনা করেছে। নিশ্চিত হলে এটি হবে ভেনেজুয়েলার অভ্যন্তরে প্রথম কোনও মার্কিন অভিযান।

সাক্ষাৎকারে এই হামলার বিষয়ে জানতে চাওয়া হলে মাদুরো সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এ বিষয়ে আমরা আগামী কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।

গত তিন মাস ধরে ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক চোরাচালান সন্দেহে বিভিন্ন নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। ট্রাম্প প্রশাসনের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর অংশ হিসেবে এ পর্যন্ত ৩০টিরও বেশি হামলা হয়েছে। ২ সেপ্টেম্বর আন্তর্জাতিক জলসীমায় প্রথম হামলার পর থেকে ১১০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ গত বুধবার মাদক বহনের অভিযোগে দুটি নৌকায় হামলায় পাঁচজন নিহত হন।

মাদক পাচারের পাশাপাশি তেল ও অভিবাসন ইস্যু নিয়েও আলোচনার কথা বলেছেন মাদুরো। ট্রাম্প অভিযোগ করেছেন, মাদুরো তার দেশের কারাগার ও পাগলাগারদ খালি করে কয়েদিদের যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করছেন। যদিও এ দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০১৩ সাল থেকে প্রায় ৮০ লাখ মানুষ ভেনেজুয়েলা ছেড়ে গেছে।

অন্যদিকে, ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১০ ডিসেম্বর ইরান ও ভেনেজুয়েলার তেল পরিবহনের অভিযোগে একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলা এটিকে ‘আন্তর্জাতিক জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করেছে।

যুক্তরাষ্ট্র মাদুরোর গ্রেফতারের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে এবং তার সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ (এফটিও) হিসেবে চিহ্নিত করেছে। তবে মাদুরো নিজেকে মাদক চক্রের নেতা হিসেবে স্বীকার করতে নারাজ। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ দখল করতে এবং তাকে ক্ষমতাচ্যুত করতে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-কে অজুহাত হিসেবে ব্যবহার করছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মাদক চোরাচালানে ভেনেজুয়েলা মূলত একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিবেশী দেশ কলম্বিয়া বিশ্বের প্রধান কোকেন উৎপাদক হলেও যুক্তরাষ্ট্রে কোকেন পৌঁছানোর প্রধান রুট হিসেবে এটি ব্যবহার হয় না।

মার্কিন সাউদার্ন কমান্ড দাবি করেছে যে, তাদের হামলা গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে করা হচ্ছে।বলছেন, যেসব নৌযান লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে সেগুলোতে মাদক থাকার কোনও প্রমাণ দিতে পারেনি যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিক যুদ্ধের নীতি লঙ্ঘন করতে পারে।

Link copied!