হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৬, ০৩:১১ পিএম

হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করবে না। এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

হাদি হত্যাকাণ্ডের ভিডিও বার্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‍‍`এই বিষয়ে এখন নো-কমেন্ট। ভিডিওগুলো আমরা পেয়েছি। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। যাচাই শেষে আমরা বক্তব্য দেব।‍‍`

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ‍‍`আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা। তবে কোনো ধরনের বাড়াবাড়ি বা ভুল তথ্যের কারণে যেন আমার সহকর্মীরা ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে অনুরোধ থাকবে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`গত কয়েক বছর দেশ অত্যন্ত টার্বুলেন্ট সময় পার করেছে। বিশেষ করে রাস্তা অবরোধ ও দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকাবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছে। অসুস্থ রোগী, গর্ভবতী মা—সবাই এর ভুক্তভোগী। এই কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে।‍‍`

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‍‍`যাদের জীবনের প্রতি প্রকৃত হুমকি রয়েছে, এসবি যাচাইয়ের পর তাদের গানম্যান দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনারদের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।‍‍`

তিনি আরও উল্লেখ করেন, ‍‍`আমরা গরীব দেশ, গরীব পুলিশ ডিপার্টমেন্ট। সব জায়গায় লোক দিলে ভোটকেন্দ্র পাহারা দেব কে? তাই ব্যালেন্স করে সিদ্ধান্ত নিতে হচ্ছে।‍‍`

ডিএমপি কমিশনার দাবি করেন, বর্তমানে ঢাকা মহানগরীতে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ছিনতাইসহ অন্যান্য অপরাধ কমেছে। তিনি বলেন, সামনে যেন এই পরিস্থিতি ধরে রাখা যায়, সে জন্য সবাই দোয়া করবেন।

Link copied!