দুই দিন পরই পুনর্নিয়োগ: সায়েদুর রহমান আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২৬, ০৭:১২ পিএম

দুই দিন পরই পুনর্নিয়োগ: সায়েদুর রহমান আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

পদত্যাগপত্র গৃহীত হওয়ার মাত্র দুই দিন পর আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁকে পুনরায় এই পদে নিয়োগ দিয়েছেন। আগের মতোই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি তাঁকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁদের স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়।
এই তিনজনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, যিনি গত ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলামও এর আগে দায়িত্ব ছেড়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান সম্প্রতি পদত্যাগপত্র জমা দিলে তা গত ৩০ ডিসেম্বর গৃহীত হয়। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবসর সংক্রান্ত জটিলতা এড়াতেই তিনি পদত্যাগ করেছিলেন। সেই জটিলতা নিরসনের পর তাঁকে পুনরায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Link copied!