ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে তার শোকাহত জ্যেষ্ঠ পুত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শুরুর আগে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। প্রফেসর মুহাম্মদ ইউনূস সরাসরি তারেক রহমানের কাছে যান, তাঁর হাত ধরে কিছুক্ষণ কথা বলেন এবং ব্যক্তিগতভাবে গভীর সমবেদনা জানান।
জানাজার স্থলে প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। লাখো মানুষের উপস্থিতিতে আবেগঘন পরিবেশে জানাজা সম্পন্ন হয়।
তারেক রহমান তার মায়ের রুহের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় এই নেত্রীর মৃত্যু দেশের রাজনীতিতে গভীর শোকের ছায়া ফেলেছে।