খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট তিল ধারণের ঠাঁই নেই

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:০৭ পিএম

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট তিল ধারণের ঠাঁই নেই

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীতে মানুষের ঢল নেমেছে। জানাজাস্থল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট পর্যন্ত এলাকায় জনসমাগমে তিল ধারণের ঠাঁই নেই। শুধু তাই নয়, আশপাশের বিজয় সরণি, খামারবাড়ি ও মনিপুরী পাড়া এলাকাতেও বিপুল মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে জনজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকামুখী হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চঘাটেও দেখা গেছে মানুষের ব্যাপক ভিড়। জানাজা শুরুর আগ পর্যন্ত মানুষের আগমন অব্যাহত রয়েছে।

জানাজায় অংশ নিতে আসা নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেত্রী ছিলেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের সঙ্গে তার আবেগের সম্পর্ক ছিল। সেই আবেগ থেকেই নানা কষ্ট উপেক্ষা করে মানুষ তার জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে দৃঢ় অবস্থানের জন্য পরিচিত এই নেত্রীর প্রয়াণকে অনেকেই একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান হিসেবে দেখছেন।

Link copied!