ডিসেম্বর ৩১, ২০২৫, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড যখন শীর্ষ চারে ওঠার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, তখন অ্যাস্টন ভিলার টানা ১১ ম্যাচের জয়যাত্রা থামিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আরও শক্ত অবস্থান গড়ে তুলেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে ভিলাকে ৪-১ গোলে পরাজিত করে বছর শেষ করেছে মিকেল আর্তেতার দল, লিগ টেবিলে তাদের লিড এখন পাঁচ পয়েন্ট।
অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে উলভসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চলতি মৌসুমে মাত্র তৃতীয় লিগ পয়েন্ট আদায় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র করা চেলসিও শেষ সাতটি লিগ ম্যাচে পেয়েছে মাত্র একটি জয়।
চলতি মাসের শুরুতে ভিলা পার্কে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ২৫ ম্যাচের মধ্যে একমাত্র হারটি হজম করেছিল আর্সেনাল, প্রতিপক্ষ ছিল অ্যাস্টন ভিলা। সেই হারের প্রতিশোধ নিতেই এবার ঘরের মাঠে দাপট দেখায় গানাররা। এই জয়ে শিরোপা দৌড়েও নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে তারা।
ম্যাচের প্রথমার্ধে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ওলি ওয়াটকিন্সকে দিয়ে একাধিক আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি ভিলা। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় আর্সেনাল।
সেট-পিস থেকে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন। এরপর মার্টিন ওডেগার্ডের নিখুঁত থ্রু পাসে সুযোগ পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্দি।
এরপর বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত দুটি শটে ভিলার বিপর্যয় আরও বাড়ান লিয়ান্দ্রো ট্রোসার্ড ও গ্যাব্রিয়েল জেসুস। শেষদিকে একটি সান্ত্বনার গোল করেন ওলি ওয়াটকিন্স।
এই হারের ফলে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলা এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে। এদিকে আগামী ১ জানুয়ারি সান্ডারল্যান্ডের মাঠে জয় পেলে শীর্ষে ব্যবধান আবার দুই পয়েন্টে নামিয়ে আনতে পারে ম্যানচেস্টার সিটি।