খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:৫৯ পিএম

খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টায় জানাজা শুরু হওয়ার কথা রয়েছে।

জানাজা আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এলাকা এবং জিয়া উদ্যানসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির ২৭ প্লাটুন দায়িত্ব পালন করছে।

Link copied!