ডিসেম্বর ৩১, ২০২৫, ০২:৫৯ পিএম
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিনের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ছড়িয়েছে ক্রিকেট অঙ্গনে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ৫৪ বছর বয়সী এই প্রাক্তন ডানহাতি ব্যাটার বর্তমানে ব্রিসবেনের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে কোমায় রয়েছেন বলে জানা গেছে।
বক্সিং ডে`তে ( বড়দিনের পরেরদিন) বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫৪ বছর বয়সী মার্টিন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

মার্টিনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা ও প্রার্থনার বার্তায় ভরে ওঠে।
ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট জানান, মার্টিন সর্বোচ্চ মানের চিকিৎসা পাচ্ছেন। তিনি বলেন, মার্টিনের সঙ্গী আমান্ডা ও তাঁর পরিবার জানেন বিশ্বজুড়ে অসংখ্য মানুষ তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টড গ্রিনবার্গও মার্টিনের আরোগ্য কামনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ড্যামিয়েনের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে মর্মাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া ও সমগ্র ক্রিকেট মহলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”
ড্যামিয়েন মার্টিন অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ছিল ৪৬.৩৭। মার্জিত ও অনায়াস স্ট্রোকপ্লের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। ডারউইনে জন্ম নেওয়া মার্টিন মাত্র ২১ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক করেন এবং অল্প সময়ের মধ্যেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব লাভ করেন।
২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৬৫ রানের ইনিংস তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। ২০০৬–০৭ অ্যাশেজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়ে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।
এ ছাড়া ২০৮টি ওয়ানডে ম্যাচে তাঁর ব্যাটিং গড় ছিল ৪০.৮। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্টিন। বিশেষ করে, ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভাঙা আঙুল নিয়ে ভারতের বিপক্ষে অপরাজিত ৮৮ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে।