মারা গেছেন সিকান্দার রাজার ১৩ বছর বয়সী ছোট ভাই

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:৫৪ পিএম

মারা গেছেন সিকান্দার রাজার ১৩ বছর বয়সী ছোট ভাই

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার ছোট ভাই মুহাম্মাদ মাহদি মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) হারারেতে মাত্র ১৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহদি।

আজ বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এই খবর নিশ্চিত করে। মাহদির মৃত্যুর খবরে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট বোর্ড।

জেডসি জানিয়েছে, মাহদি জন্মগত রক্তক্ষরণজনিত রোগ হিমোফিলিয়া নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। সম্প্রতি স্বাস্থ্যগত জটিলতার কারণে তার মৃত্যু ঘটে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হারারের ওয়ারেন হিলস কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Link copied!