খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক, বিপিএলের দুটি ম্যাচ স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০১:১৯ পিএম

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক, বিপিএলের দুটি ম্যাচ স্থগিত

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ আসরের মঙ্গলবারের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে জাতির শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিসিবি এই সিদ্ধান্ত নেয়।

শোকবার্তায় বিসিবি জানায়, দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ও শুভ কামনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বোর্ড। তিনি প্রধানমন্ত্রী থাকাকালে দেশের ক্রিকেট উন্নয়নে অসাধারণ সমর্থন দিয়েছেন এবং দেশজুড়ে অবকাঠামো গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার সুদূরপ্রসারী চিন্তা ও প্রেরণা আজকের বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি তৈরিতে সহায়ক হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর ধারাবাহিকতায় বিসিবি জানায়, মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে এবং পরিবর্তিত সূচি পরে জানানো হবে।

এদিকে দুপুরে দেওয়া আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসেবে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের সব ম্যাচও স্থগিত করা হয়েছে।

Link copied!