ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
লিওনেল মেসির ভারত সফর শেষ হলেও তাকে ঘিরে কলকাতায় আলোচনার রেশ এখনও কাটেনি। এবার মেসিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষপ্রসূত অভিযোগ আনার অভিযোগে কলকাতার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানির মামলা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। একই সঙ্গে তিনি সাইবার অপরাধ দমন শাখায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, অনলাইনে প্রচারিত একটি সাক্ষাৎকারে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে সৌরভ গাঙ্গুলীর নাম জড়িয়ে দেওয়া হয়। ওই সাক্ষাৎকারে দাবি করা হয়, অনুষ্ঠানের প্রধান আয়োজক শতদ্রু দত্তের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং সেই সূত্রেই নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এসব বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে অভিযোগ করা হয়েছে।
সৌরভ গাঙ্গুলীর পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সব ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ওই সাক্ষাৎকারের ভিডিওসহ সংশ্লিষ্ট কনটেন্ট অবিলম্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লিখিতভাবে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা চাওয়া এবং মানসিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ কোটি টাকা দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে সৌরভ গাঙ্গুলী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি দেশের ক্রীড়াঙ্গনে সম্মান ও সুনাম অর্জন করেছেন। এ ধরনের মিথ্যা প্রচারণা তার ব্যক্তিগত মর্যাদা ও মানসিক শান্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও জানান, মানহানিকর ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অবিলম্বে সাইবার অপরাধ দমন শাখার হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে জানান, সৌরভ গাঙ্গুলীর নেওয়া আইনি পদক্ষেপের কথা তিনি জেনেছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জবাব দেবেন বলে জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, এই ঘটনায় বহু ফুটবল সমর্থক বঞ্চিত হয়েছেন এবং নিজের সংগঠনকে রক্ষার চেষ্টা চালিয়ে যাবেন।