জানুয়ারি ৩০, ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নিয়মিতভাবে বিএনপির নারী কর্মীদের হুমকি দিচ্ছে এবং অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের সম্পর্কে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করছে। তিনি বলেন, আমরা মনে করি, গুপ্ত দলের গুপ্ত কর্মকাণ্ডে দেশের মানুষ সাড়া দেবে না।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জামায়াতের কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। রিজভীর দাবি, দলটি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। তিনি উল্লেখ করেন, জামায়াতের আমির প্রকাশ্যে বলেছেন—তার দলের প্রধান কখনো নারী হতে পারবেন না।
রিজভী প্রশ্ন তুলে বলেন, জামায়াতের নেতারা আসলে কী করতে চান, তা নিজেরাই স্পষ্ট নন। হয়তো তাদের কোনো গোপন পরিকল্পনা বা ‘মাস্টার প্ল্যান’ রয়েছে, যা বাস্তবায়নের জন্য ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, একদিকে তারা নারীদের কর্মঘণ্টা কমানোর কথা বলেন, আবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেই বক্তব্য অস্বীকার করেন।
তিনি বলেন, এসব পরস্পরবিরোধী বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। রিজভীর মতে, গার্মেন্টস খাতে নারীর অংশগ্রহণ ৫৫ শতাংশ। তিনি প্রশ্ন করেন, সন্তান লালন-পালনে পুরুষের কি কোনো দায়িত্ব নেই? সভ্যতার এই যুগে এসে এমন বক্তব্য দিয়ে সমাজকে কোথায় নিয়ে যেতে চান?
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল চায় নারীরা ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। তার ভাষ্য অনুযায়ী, দলটি নারীবিরোধী এবং সেই অবস্থান থেকেই একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করছে।
তিনি আরও অভিযোগ করেন, ওই দল নারীদের ব্যবহার করে ভোট আদায় ও ‘জান্নাতের টিকিট’ বিক্রির চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা।