জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাংলাদে সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী মনীষা চক্রবর্ত্তী ভিন্নধারার উদ্যোগ হিসেবে ‘মাটির ব্যাংক’ ভেঙে নির্বাচনি তহবিল সংগ্রহ শুরু করেছেন।
সাধারণ মানুষের দেওয়া ক্ষুদ্র অনুদানে নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
‘জনগণের টাকায় নির্বাচন করবেন জনগণের প্রার্থী’ এই স্লোগানে শুক্রবার বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত প্রায় ১০০টি মাটির ব্যাংকের মধ্যে প্রথম ধাপে ১০টি ব্যাংক ভাঙা হয়। এতে দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা থেকে শুরু করে ১০০ টাকার নোট পাওয়া যায়। প্রথম দিনেই এসব ব্যাংক থেকে প্রায় ১০ হাজার টাকা সংগ্রহ করা হয় বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মনীষা চক্রবর্ত্তী বলেন, বর্তমানে নির্বাচন ব্যবসায় পরিণত হয়েছে। পুঁজিপতিরা কোটি কোটি টাকা বিনিয়োগ করে নির্বাচিত হন এবং পরে বহুগুণ অর্থ লুটপাট করেন। এই বৃত্ত ভাঙতেই সাধারণ মানুষের ঘাম ঝরানো অর্থে নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বড় ব্যবসায়ীর অর্থ নয়, বরং খেটে খাওয়া মানুষের ক্ষুদ্র অনুদানই তাদের রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করবে।
জানা যায়, নির্বাচনি ব্যয় মেটানোর উদ্দেশ্যে প্রায় এক মাস আগে নগরীর বিভিন্ন রিকশা গ্যারেজ, ক্ষুদ্র দোকান, হোটেল ও সাধারণ মানুষের বাসাবাড়িতে কয়েকশ মাটির ব্যাংক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ব্যাংকগুলো ভেঙে অর্থ সংগ্রহ করা হবে। পাশাপাশি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনুদান নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলের নেতা-কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই স্বেচ্ছাশ্রমে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে সংসদকে ‘কোটিপতিদের আড্ডাখানা’ নয়, বরং গণমানুষের ক্ষমতায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মই মার্কার এই প্রার্থী।