জানুয়ারি ২১, ২০২৬, ০৬:৪৭ পিএম
নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার বোর্ড সভায় বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সভায় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলার বিষয়ে বাংলাদেশকে এক দিনের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে চিঠির মাধ্যমে অবহিত করে। এ প্রেক্ষাপটে বুধবার আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। ভোটে সিদ্ধান্ত হয়, বাংলাদেশ অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিবর্তে একটি বিকল্প দল অন্তর্ভুক্ত করা হবে।
সভায় বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
আইসিসির ওই বোর্ড সভায় উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়াসহ পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা। আইসিসির পক্ষে সভায় অংশ নেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার।
সভায় আইসিসি স্পষ্টভাবে বিসিবিকে জানিয়ে দেয়, বিষয়টি এখন শুধু বোর্ডের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়; এটি সরকারের পর্যায়েও জানাতে হবে। বাংলাদেশ যদি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের নির্ধারিত ম্যাচ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে অন্তর্ভুক্ত করা হবে।
বোর্ড সভায় হওয়া ভোটাভুটিতে আইসিসির সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল রাখার পক্ষে মত দেন। তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ হিসেবে বাংলাদেশকে আরও এক দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিকে জানাতে হবে।
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকে এবং ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। যদিও স্কটল্যান্ড বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি এবং ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে বাদ পড়েছিল, তবুও আইসিসির কাঠামো অনুযায়ী তারাই সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবির সঙ্গে আইসিসির একাধিকবার আলোচনা হলেও বাংলাদেশ তাদের অবস্থানে অনড় ছিল। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, সূচি অনুযায়ীই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সর্বশেষ বোর্ড সভায় আইসিসি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে এক দিনের সময় দিয়েছে। এখন সবকিছু নির্ভর করছে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।