যে সরকারই আসুক, চীন ও বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৯:৩৮ পিএম

যে সরকারই আসুক, চীন ও বাংলাদেশের মধ্যে কাজ চলমান থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আগামীতে যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীন–বাংলাদেশ পার্টনারশিপ ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য, অবকাঠামো ও ডিজিটাল খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘ওয়ালভ্যাক্স বায়োটেকনোলজি’র পরিচালনা পর্ষদের জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যান্ড্রু জিলং ওং এবং ‘ওয়ালভ্যাক্স বায়োটেক (সিঙ্গাপুর)’-এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিং ইয়াও বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা ও আগ্রহের কথা তুলে ধরেন। অন্তত ২২টি দেশে টিকা রপ্তানিকারক এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্থানীয়ভাবে পিসিভি ও এইচপিভি টিকা উৎপাদনের সম্ভাবনা যাচাই করছে। যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়ায়ও তাদের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

বৈঠকে মাইক্রোক্রেডিট আন্দোলনের সূত্র ধরে চীনের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, চীনের প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষের জীবনে পরিবর্তন প্রত্যক্ষ করেছেন তিনি, যা পরবর্তীতে চীন নিজস্ব কর্মসূচির মাধ্যমে অনুসরণ করে।

গত বছরের মার্চে চীন সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, আমার বই তিনি পড়েছেন এবং নীতিগুলো অনুসরণ করেছেন, যা আমার জন্য আনন্দের মুহূর্ত ছিল।

এ ছাড়া বৈঠকে সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না স্কুল অব মেডিসিনের পরিচালক ও খ্যাতনামা বায়োমেডিকেল বিজ্ঞানী সিন-ইউয়ান ফু অধ্যাপক ইউনূসের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের শিক্ষাবিদদের সঙ্গে যৌথভাবে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

চীনা প্রতিনিধিদল বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটালাইজেশন বিষয়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে তারা মতবিনিময় করেছেন।

শিগগিরই নতুন সরকার দায়িত্ব নিলেও বাংলাদেশ ও চীনের মধ্যকার সহযোগিতা অব্যাহত থাকার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন, তবে দুই দেশের মধ্যকার চলমান কার্যক্রম অব্যাহত থাকতে হবে।

বৈঠক শেষে ড. মুহাম্মদ ইউনূস ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের জন্য চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

Link copied!