পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:২২ পিএম

পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জালিয়াতিতে বাংলাদেশ বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন। একই সঙ্গে তিনি বলেছেন, এই দেশকে জালিয়াতির কারখানা হতে দেওয়া হবে না; বরং মানুষের সহায়ক সরকার গড়ে তুলতে সবাইকে সেই অনুযায়ী মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো। তবু আমি আবার বলব। পৃথিবীর চ্যাম্পিয়ন, কিসে? জালিয়াতিতে। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল।

তিনি বলেন, আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন আমেরিকার ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানিয়েছি আমরা।

ড. ইউনূস আরও বলেন, আমাদের বুদ্ধি আছে নইলে আমরা এটা করতে পারতাম না। কিন্তু খারাপ কাজে লাগাচ্ছি। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি।

প্রযুক্তির অপব্যবহার নিয়ে সতর্ক করে তিনি বলেন, কী হবে? এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে। যদি না আমরা আগে থেকে আমাদের নিজেদের সংশোধন করি।

তিনি বলেন, এই গোড়াগুলো কেটে দেই। হাজারে হাজারে মানুষ, সব কিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া। এবং আমরা এগুলো ইস্যু করছি, যেখান থেকে যাওয়ার কথা সেখান থেকে ইস্যু করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘কাজেই আমাদের প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। এই দেশ জালিয়াতির কারখানা হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে সারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

তিনি আরও বলেন, ‘আজ প্রযুক্তির এই বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে, আমরা জালিয়াতি থেকে নিজেদের হয়ে আসব। আমরা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেব। মানুষের সহায়ক সরকার করব, ওই ভাবে আমাদের চলতে হবে।’

জালিয়াতির কারণে বিদেশে ভিসা জটিলতার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যের একটি দেশের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন থেকে আমাদের প্রবেশাধিকার দিচ্ছে না। শুধু শ্রমিক না, বাংলাদেশের কোনো মানুষকে তারা প্রবেশাধিকার দেবে না।’

বাংলাদেশি মেরিনারদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমাদের যে মেরিনার, সারা পৃথিবীতে জাহাজ চালায়, আমাদের গর্বিত হওয়া উচিত, তারা এ শিল্পে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু বাংলাদেশি নাগরিক হওয়ায় অনেক দেশে তাদের বন্দরে নামতে দেওয়া হয় না বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি মিনতি জানালাম যে, বেচারারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটু পারমিশন দাও। পরে কয়েক মাস পর সংশ্লিষ্ট দেশ মেরিনারদের সেই সুযোগ দেয় বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এই ঘটনা একটা-দুইটা দেশ না, লম্বা লিস্ট, যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই।

একটি উদাহরণ তুলে ধরে ড. ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশের মন্ত্রী তাকে জানিয়েছেন, শিক্ষার সার্টিফিকেট ভুল, জালিয়াত। তিনি বলেন, একজন মহিলা সে এখানে এসেছে ডাক্তার হয়ে। তার ভিসা হলো ডাক্তার ভিসা। আমি দেখেই বুঝলাম ডাক্তার হওয়ার তার কোনো ক্ষমতা নাই।

স্টাফদের বরাত দিয়ে তিনি বলেন, তার সব কাগজপত্র ভুয়া, জাল। ওই মন্ত্রীর মূল্যায়নে ওই নারী সর্বোচ্চ গৃহকর্মীর কাজ করতে সক্ষম হলেও তিনি ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসেছিলেন বলে জানান ড. ইউনূস।

Link copied!