ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০১:০৬ পিএম

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হবে

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত

প্রয়াত বাংলাদেশী প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করবে ভারতের পার্লামেন্ট। আজ রোববার রাজ্যসভায় এই শ্রদ্ধা জানানো হবে।

রাজ্যসভার কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের প্রয়াতদের স্মরণ পর্বে খালেদা জিয়াসহ মোট তিনজনের জন্য শোক প্রস্তাব তোলা হবে। ভারতের রাষ্ট্রপতির ভাষণের প্রায় আধা ঘণ্টা পর সম্প্রতি প্রয়াত নেতাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হবে।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি কয়েকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপির চেয়ারপারসন হিসেবে দেশের রাজনৈতিক দৃশ্যপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, বিশেষ করে সংকটকাল ও গণতান্ত্রিক আন্দোলনের সময়।

ভারতীয় পার্লামেন্টে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত তার দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মর্যাদা এবং দায়িত্বকালীন সময়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া প্রয়াত হন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তাঁর জানাজায় কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন এবং জানাজা শেষে তাকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

Link copied!