পেছাবে না ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, প্রস্তুতি শেষ পর্যায়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০২:৫২ পিএম

পেছাবে না ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, প্রস্তুতি শেষ পর্যায়ে

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এবং কোনো স্থগিতের পরিকল্পনা নেই। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই পরীক্ষার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে, জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

একদল চাকরিপ্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন। তারা ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সরকারি চাকরির পরীক্ষা স্থগিতের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন। তবে পিএসসি স্পষ্ট জানিয়েছে, পরীক্ষা পূর্বঘোষিত তারিখ অনুযায়ী নেওয়া হবে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

৫০তম বিসিএসে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন আবেদন করেছেন, যা ৪৭তম বিসিএসের ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জনের তুলনায় কম। এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসনে ২০০ জন এবং পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

Link copied!