এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:২১ পিএম

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। আগামী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাও একই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

Link copied!