সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৬, ০৫:২১ পিএম

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে এক শিশুসহ দুই জনের পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে থানা রোডের কমিউনিটি সেন্টার থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকালে সাভার কলেজের এক শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে পোড়া মরদেহ দুটি দেখতে পান। এরপর তিনি জরুরি সেবা-৯৯৯-এ কল দেন। পরে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন জানান, লাশ দুইটি পোড়া হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, একই স্থানে সম্প্রতি একাধিক মরদেহ উদ্ধার হয়েছে। ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ, ১১ অক্টোবর রাতে অজ্ঞাত (৩০) বছর বয়সী এক নারীর মরদেহ এবং ১৯ ডিসেম্বর পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এ পর্যন্ত তিনটি হত্যা ঘটনায় পুলিশ নিহতদের পরিচয় বা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

Link copied!