জানুয়ারি ২১, ২০২৬, ০১:৫০ পিএম
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদী আমিন। ছবি/ ভিডিও থেকে নেওয়া
আগামীকাল ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে।
বুধবার সকালে রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদী আমিন।
তিনি বলেন, ঘোষিত তফসিল মোতাবেক, তারেক রহমান আজ রাত সোয়া ৮টায় বিমানযোগে সিলেট পৌঁছাবেন। এরপর গভীর রাতে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। আগামীকাল সকালেই তিনি সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।
মাহদী আমিন আরও জানান, নির্বাচনি প্রচারণার সঙ্গে মিলিয়ে আজ রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করা হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে নির্বাচনি পথসভা ও সমাবেশে অংশ নেবেন। রাতেই তিনি ঢাকায় গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।
বিএনপি চেয়ারম্যানের এই সফরে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ ও ত্যাগী নেতাদের সফরসঙ্গী করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশকে এই কর্মসূচি সম্পর্কে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।
ড. মাহদী আমিন বলেন, “১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, সব রাজনৈতিক দল ইতিবাচকভাবে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণা পরিচালনায় সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান দেখাবে। নির্বাচনি আচরণবিধি পূর্ণাঙ্গভাবে মেনে চলার মাধ্যমে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হবে। "