৪০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৪৪ পিএম

৪০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ:

  • পদসংখ্যা: ৪০
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০। এসএসসিতে সাধারণ ও উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞান এবং এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞান A+ (৫.০০) থাকা আবশ্যক।
  • বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
  • বয়স: ১৮–৩২ বছর (৮ জানুয়ারি ২০২৬ অনুযায়ী)

আবেদনের নিয়ম:

  • আবেদনপত্র পূরণের জন্য বিমান বাংলাদেশ ওয়েবসাইট ব্যবহার করতে হবে।
  • আবেদন ফি: ৩৩৫ টাকা (৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে)
  • আবেদনের শেষ তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্দেশনা ও শর্তাবলি:

১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি)-তে B1.1 (Aircraft Turbine) / B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে।
২. কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীরা বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড পাবেন।
৩. বিজ্ঞপ্তিতে যেকোনো সংশোধন বা সংযোজন বিমান বাংলাদেশ ওয়েবসাইটে প্রকাশিত হবে।

Link copied!