ছবি: সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স) পদে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ:
আবেদনের নিয়ম:
নির্দেশনা ও শর্তাবলি:
১. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি)-তে B1.1 (Aircraft Turbine) / B2 (Avionics) কোর্স সফলভাবে সম্পন্ন করতে হবে।
২. কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীরা বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড পাবেন।
৩. বিজ্ঞপ্তিতে যেকোনো সংশোধন বা সংযোজন বিমান বাংলাদেশ ওয়েবসাইটে প্রকাশিত হবে।