ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও-বিষয়ক ব্যুরোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার ক্যাটাগরির মোট ৯টি পদে নিয়োগ দেওয়া হবে। দেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে এবং চলবে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
বয়সসীমা:
১৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপি লেখার গতি বাংলা প্রতি মিনিটে ৫০ শব্দ ও ইংরেজি ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. ড্রাইভার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অভিজ্ঞ হতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩ জন
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://ngoab.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা দিতে হবে। ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।