বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব/সহকারী পরিচালক পদে জনবল নিয়োগের স্থগিত করা এমসিকিউ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
আজ সোমবার ইউজিসি এই তথ্য নিজেদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের সংশোধিত আসন বিন্যাস গত ৮ জানুয়ারি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর সকাল অনুষ্ঠিতব্য এ নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়।
ইউজিসি জানায়, সহকারী পরিচালক/সহকারী সচিবের ১৫টি পদের বিপরীতে মোট ৭,৩৫১ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।