আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে এইদিন সাধারণ ছুটি থাকবে। এতে সরকারি চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি পাবেন।
ইলেকশন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এইদিন বৃহস্পতিবার সাধারণ ছুটি থাকবে। পরের দুই দিন, শুক্রবার ও শনিবার, সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।
খোঁজ খবর অনুযায়ী, নির্বাচন উপলক্ষে বেসরকারি অফিসও বন্ধ থাকবে, যাতে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শবে বরাত উপলক্ষে সরকারি কর্মচারীরা ছুটি পাবেন। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। যদি পরের দিন বৃহস্পতিবারও ছুটি নেওয়া যায়, তাহলে তারা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।
চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাত ৫ ফেব্রুয়ারি হলে ওইদিন সরকারি কর্মচারীরা ছুটি পাবেন। পরের দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় তারা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।