জানুয়ারি ১৫, ২০২৬, ০৬:০১ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলেও ক্রিকেটারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে অনড় থাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, রাত ৮টায় বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ডের পরিচালকরা। ওই বৈঠকের পরই বিপিএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আল্টিমেটাম দেওয়ার পরও এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি। যদিও তাকে ফিন্যান্স কমিটিসহ বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ক্রিকেটাররা স্পষ্ট করে জানিয়েছেন, পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে অনড় থাকবেন।
দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামকে সরিয়ে দেওয়ার আনুষ্ঠানিক আশ্বাস পেলে তারা মাঠে ফিরতে রাজি আছেন।
এই প্রেক্ষাপটে প্রথম ম্যাচ স্থগিত হলেও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল। সূত্রের খবর, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স ম্যাচ খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিল। তবে মাঠ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, দিনের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত করা হয়েছে। ফলে বৃহস্পতিবার বিপিএলের কোনো ম্যাচই মাঠে গড়াচ্ছে না।
এ অবস্থায় বিপিএলের বাকি ম্যাচগুলো নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, রাত ৮টায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে নিজেদের অবস্থান জানাবে বিসিবি। ওই বৈঠকে ক্রিকেটারদের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন।