কয়েক লাখ ভোটের ব্যবধানে জনগণ আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ: হান্নান মাসউদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:২৬ পিএম

কয়েক লাখ ভোটের ব্যবধানে জনগণ আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ: হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ | ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, মানুষের যে গণজোয়ার তিনি দেখছেন, তাতে কয়েক লাখ ভোটের ব্যবধানে এই জনপদের মানুষ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদী।

আজ (মঙ্গলবার) নোয়াখালীর হাতিয়া পৌরসভায় নির্বাচনী গণসংযোগ শেষে এসব কথা বলেন তিনি।

গণসংযোগকালে হান্নান মাসউদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দ্বীপের মানুষ বঞ্চিত। জন্মের পর থেকেই শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ মৌলিক অধিকার থেকে তারা অবহেলিত হয়ে আসছেন। তবে আর অবহেলার শিকার হতে চায় না এই দ্বীপের মানুষ।’

তিনি আরও বলেন, ‘আমি সরকারের কোনো পর্যায়ে না থেকেও মানুষের জন্য যে কাজ করেছি, সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই ইনশাআল্লাহ এই দ্বীপের মানুষ আমাকে কয়েক লাখ ভোটের ব্যবধানে বিজয়ী করবেন ইনশাআল্লাহ।’

নির্বাচিত হলে হাতিয়াকে একটি পর্যটনবান্ধব মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, হাতিয়াকে পৃথিবীর বুকে একটি পর্যটনবান্ধব মডেল হিসেবে গড়ে তুলবো—যেন সবাই বলতে পারে—আমরাও হাতিয়ার মতো করতে চাই। এমন একটি উদাহরণ সৃষ্টি করবো, ইনশাআল্লাহ।’

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তাফসীর, জামায়াত নেতা মাওলানা তাওফিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তি হাতিয়া উপজেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ছাইফুল ইসলামসহ হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

Link copied!